মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান জুয়েলকে স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোররাতে থানার এস.আই মমিনুল ইসলাম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জুয়েল নারায়নপুর গ্রামের আবু মিয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন জানান, নারায়নপুর গ্রামের মুখলেছুর রহমান জুয়েল’র স্ত্রী ২০১৫ সালে হবিগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ওয়ারেন্টের আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাধবপুরে মন্দির ও হিন্দুদের বাড়ী ঘরে হামলার ঘটনায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।