চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার ও সদর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক মেম্বার সৈয়দ বজলুর রশীদ। তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করার পর উপজেলার বিভিন্ন এলাকায় তার কর্মী সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ বজলুর রশীদ চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের মমিনপুর গ্রামের মৃত সৈয়দ নবাব আলীর ছেলে ও শাহ্ মমিন গাজী মাজারের খাদেম।