স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর হরিপুর পয়েন্টে একটি কয়লা মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মালিক জানান। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার রাজাবাদ গ্রামের আকলিছ মিয়ার মালিকানাধীন নাদিয়া কয়লার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জের দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাজাবাদ গ্রামের আকলিছ মিয়া হরিপুর পয়েন্টে কয়লা মিল খোলে ব্যবসা করে আসছেন। শনিবার দুপুরের দিকে কয়লা তৈরীর সময় যান্ত্রিক ক্রটির কারণে মিস ফায়ার করলে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। এ সময় খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। খবর পেয়ে থানার এসআই আবুল খয়ের’র নেতৃত্বে একদল পুলিশ এবং পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।