নবীগঞ্জ প্রতিনিধি ॥ মোবাইল চুরির অভিযোগে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবুর ছোট ভাই বেলাল চৌধুরী ও তার লোকজনের নির্যাতনে আদর খাঁ (২৪) নামে এক হিজরা নিহত হয়েছে। এ ঘটনায় হিজরা আদর খার ভাই দিলু খা বাদি হয়ে এমপি মুনিম চৌধুরী বাবুর ছোট ভাই বেলাল চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। এদিকে এ নির্মম হত্যা কান্ডের প্রতিবাদে হিজরা সমিতি আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ-সমাবেশ আহবান করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর ছোট ভাই বেলাল চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান আমীন ডেকোরেটার্স থেকে একটি মোবাইল সেট চুরি হয়। এ ঘটনায় বেলাল ও তার লোকজন চুরির সাথে জড়িত সন্দেহে নবীগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের দৌলত খা’র পুত্র হিজরা আদর খানকে সন্দেহ করে। ফলে শনিবার রাত প্রায় ১১ টার দিকে আদরকে আটক করে আউশকান্দির ডেকোরেটার্সে আটক করে মোবাইলের স্বীকারোক্তি আদায়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে আদর অচেতন হয়ে পড়লে আদরকে দুলর্ভপুর গ্রামের তার এক বন্ধু মোমেন হিজরার বাড়িতে রেখে আসে। খবর পেয়ে হিজরা আদর কার আত্মীয় স্বজন তাকে বাড়ি নিয়ে আসে। গুরুতর অসুস্থ আদর গতকাল রোববার বেলা ১টার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়ে।
হিজরা আদর খা’র মারা যাবার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, এমপি মুনিম চৌধুরী বাবু সহ এলাকার লোকজন আদর খাকে দেখতে তাদের বাড়িতে ছুটে আসে।
এ ঘটনায় গতকাল রাতে নিহত হিজরা আদর খার ভাই দিলু খা বাদি হয়ে এমপি মুনিম চৌধুরী বাবুর ভাই বেলাল চৌধুরীর নাম উল্লেখ করে তার দোকানের কর্মচারীসহ ৩/৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
মামলায় দিলু খা উল্লেখ করে, গতকাল সে ব্যক্তিগত কাজে সিলেট গিয়েছিল। রাতে বাড়ি এসে ভাইকে বাড়ি না পেয়ে বিভিন্ন স্থানে খোজখবর নেয়। রাত প্রায় একটার দিকে দুর্লভপুর গ্রামে মোমেন হিজরার বাড়িতে ছুটে যায়। এ সময় গুরুতর অসুস্থ হিজরা আদর খা ভাই দিলুকে জানায়, মোবাইল চুরির সন্দেহে এমপি বাবুর ভাই বেলার চৌধুরী তাকে আটক করে। পরে বেলাল চৌধুরী এবং তার দোকানের কর্মচারীসহ ৩/৪ জন মোবাইল চুরির কথা স্বীকার করানো রাত ১১ টার দিকে তার উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে ৩/৪ জন তাকে ধরে নিয়ে রাত ১২টা পর্যন্ত নির্যাতন করে। পরে বেলাল চৌধুরী একটি সিএনজি যোগে তাকে মোমেন হিজরার বাড়িতে দিয়ে চলে যায়। দিলু আরজি উল্লেখ করে, মোমেন হিজরার বাড়ি থেকে ভাইকে নিয়ে ভোররাত সাড়ে ৫টার দিকে বাড়ি নিয়ে আসে। গুরুতর অসুস্থ ভাই আদরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে দিলু বিভিন্ন স্থানে যায়। এ অবস্থায় অর্থ সংগ্রহ শেষে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে আদর মৃত্যুর কুলে ঢলে পড়ে।
এদিকে এমপি বাবুর ভাই বেলাল চৌধুরী জানান, মোবাইল চুরির অভিযোগে গণপিটুনির স্বীকার হয় আদর। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে মোবাইল উদ্ধারে অভিযান শেষে আদরকে ছেড়ে দেয়। পরে অসুস্থ হয়ে আদর মারা যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, মোবাইল চুরির ঘটনায় আদরকে নির্যাতন করা হয়। পরে সে অসুস্থ হয়ে আদর মারা যায়। ওসি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, আসামী গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, তার ভাই বেলালের মোবাইল চুরি হয়েছিল। এ ঘটনায় স্থানীয় লোকজন এ অভিযোগে নির্যাতন করে। তবে তার ভাই এতে জড়িত ছিলো না বলে সংসদ সদস্য জানান। তবে আদর খা’র পরিবারের লোকজন ও স্থানীয়রা হিজরা নেতা আব্দুল মনিব জানান, সংসদ সদস্য বাবুর ভাই ও তার লোকদের নির্যাতনেই আদর মারা গেছে।