রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে যুবলীগের শায়েস্তাগঞ্জে পথসভা

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শায়েস্তাগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। গতকাল শনিবার দুপুর ১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পয়েন্টে জেলা যুবলীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর সিলেট আসছেন। সেখানে তিনি প্রথমে হযরত শাহজালাল (রঃ) ও শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করবেন। পরে তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। তিনি শেখ হাসিনার জনসভাকে সফল করতে হবিগঞ্জসহ সিলেটের যুবলীগের সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ সেন, বানিয়াচং যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, মাধবপুর যুবলীগ সভাপতি ফারুক পাঠান, মোঃ আবুল কাশেম, চুনারুঘাট যুবলীগ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, রিমন লস্কর, বাহুবল যুবলীগ সভাপতি অলি মিয়া, সদর থানা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মোঃ ফরিদ মিয়া, হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, মাধবপুর পৌর যুবলীগ সভাপতি সাব্বির হোসেন ও শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। সভার শুরুতে নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য মরহুম দেওয়ান ফরিদ গাজীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com