নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাহুবল আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বৃহত্তর সিলেটর রাজনীতির প্রাণ পুরুষ প্রয়াত সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকীতে গতকাল শনিবার তার জন্মস্থান নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও তার রূহের মাগফেরা কামনা করা হয়। বিশেষ করে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ এর উদ্যোগে গতকাল শনিবার সন্ধা রাতে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজারে এক মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ান ফরিদ গাজীর সূযোগ্য উত্তরসূরী আওয়ামীলীগের নেতা শাহ নেওয়াজ গাজী মিলাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদ গাজী স্মৃতি সংসদের আহবায়ক রুহেল আহমদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা বেগম, মেম্বার রাবেয়া বেগম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।