কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের পার্শে নবীগঞ্জের মডেল বাজার খালে মাছ শিকার করতে গিয়ে একটি সিন্দুক পেয়েছে দুই সহোদর। গত শুক্রবার সকাল অনুমান দশটায় ইউসুফ আহমদ ও তোফায়েল আহমদ নামের দুই কিশোর ওই সিন্দুকটি পায়।
স্থানীয়রা জানায়, ওই দুই সহোদার মাছ ধরতে খালে লামলে তাদের পা দাক্কা লাগে ভারী একটা কিছু। ভয় চিৎকার শুরু করলে স্থানী মডেল বাজার দোকানে বসে থাকা লোকজন এগিয়ে আসলে বিষয়টা অবহিত করে তারা। পরে ১০/১৫ জন লোক ওই খালে নামলে বুঝতে পারেন এটা একটা লোহার সন্দুক। পরে খাল থেকে লোহার সন্দুক রাস্তার উপরে তুলে আনা হয়।
প্রত্যক্ষদশীদের অনুমান করছেন, লোহার সন্দুক কোনো সোনার দোকান থেকে এনে চোর বা ডাকাত ভিতরের মুল্যবান জিনিস রেখে খালি সন্দুক এখানে (খালে) ফেলে গেছে। এ সময় স্থানীয়রা দেখতে পারেন সন্দুকের ভিতরে কিছু কাগজ রয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইদুল ইসলাম বলেন, স্থানীরা আমাকে জানিয়েছেন।