শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের বাসিন্দা বিশিষ্ট আলেম মরহুম আশরাফ আলীর স্ত্রী ও পৌরসভার সাবেক কাউন্সিলর আসম আফজল আলীর মা কুতুবুন্নেছা (৮৫) আর নেই। বার্ধ্যকজনিত কারণে তিনি শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল ১১টায় কুতুবেরচক শাহী ঈদগাহে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক হামিদুল হক, থানা প্রেসক্লাব সভাপতি শাহ মোঃ হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মাসুক রানা, যুগ্ম-সম্পাদক মোঃ জমির আলী প্রমুখ।