মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, এ্যাডঃ সুফিয়া আকতার হেলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ উম্মে কুলসুম বিথী, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক কাউন্সিলর গোলাপ খান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান, উপজেলা আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের হাজী শাহিন মিয়া, কাউন্সিলর বাবুল হোসেন, আব্দুল হাকিম, প্রবীন শিক্ষক প্রমোদ চন্দ্র মালাকার, মোঃ নূর বক্স মিয়া প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ তাজুল ইসলাম।