স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা সদরে দুই হার্ডওয়ার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহুবল বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফি উল্লা তপন। এ সময় ওজনে কম ও প্রয়োজনীয়ও কাগজপত্র না থাকায় নাদিম হার্ডওয়ারকে দুই হাজার টাকা ও সৈয়দ হার্ডওয়ারকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে এমন খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান পাঠ বন্ধ করে পালিয়ে যায়। বাহুবল মডেল থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।