শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ নিখোঁজের ৮ দিন অতিবাহিত হলেও এখন খোঁজে পাওয়া যায়নি শ্রীমঙ্গলে গৃহবধূ শিউলি রানী দত্ত ও পাঁচ বছরের কন্যা শিশু ঐশির।
এ ব্যাপারে নিখোঁজের দিন ৯ নভেম্বর নিখোঁজ শিউলি দত্তের স্বামী আশীষ চন্দ্র দত্ত শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি করেন।
আশীষ দত্ত জানান, গত ৯ নভেম্বর মেয়েকে নিয়ে তার স্ত্রী শিউলি ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ে নিয়ে যান। স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে মা-মেয়ে ২ জনই নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে গৃহবধূ শিউলি রানী দত্তের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মা-মেয়ের সন্ধান পেতে তৎপর রয়েছে পুলিশ।