স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কারাগারে আটক সাংবাদিক শোয়েব চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আগামী ২১ নভেম্বর শুনানীর দিন ধার্য্য করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ‘খোয়াই নগরী’ নামে ফেসবুকের একটি আইডি থেকে হবিগঞ্জের বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন গ্রাম সম্পর্কে আপত্তিকর স্ট্যাটাস এবং সাম্প্রদায়িক উস্কানীমূলক স্ট্যাটাস দেয়া হয়। আর স্ট্যাটাস প্রকাশের সাথে সাথেই তাতে মন্তব্য এবং লাইক দিয়ে থাকেন সাংবাদিক শোয়েব চৌধুরী ও হাফিজুর রহমান নিয়ন। সম্প্রতি একইভাবে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী সম্পর্কে আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়। গত রবিবার রাতে হবিগঞ্জ সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।