স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধু। অসুস্থ অবস্থায় ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের গৃহবধুর স্বামী আব্দুল হান্নান জানান, তার স্ত্রী সম্প্রতি তার বান্ধবীকে দেখতে নোয়াপাড়া যায়। গত মঙ্গলবার স্ত্রীকে ফিরিয়ে আনতে আব্দুল হান্নানও সেখানে যান। ওই গ্রামের শওকত আলী (৩৫) সহ কয়েকজন যুবক স্বামী হান্নানসহ ওই গৃহবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে নোয়াপাড়ার একটি চা বাগানে নিয়ে যায়। সেখানে হান্নানকে গাঁছের সাথে বেধেঁ ওই গৃহবধুকে ধর্ষণ করে। গতকাল বুধবার সকালে ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।