মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নারীর ক্ষমতায়ন, নির্যাতন, বাল্য বিয়ে ও পাচাররোধ ও দুঃস্থ-অসহায় নারীদের সচেতনা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে উন্নয়ন ফোরামের উদ্যোগে আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক পাঠানের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি এ্যাড. সুফিয়া আকতার হেলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতান, প্রেসক্লাবেক সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাক সেলিনা আকতার, নারী উন্নয়ন ফোরামের নেত্রী কাউন্সিলর ইশরাত জাহান ডলি প্রমূখ। দুপুরে বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিত্বে অপর একটি সভা অনুষ্টিত হয়।