মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাসট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক পাচারকারী লিটন মিয়া(৩০) কে গ্রেফতার করেন। ধৃত লিটন ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ফতেহপুর গ্রামের সুলেমান মিয়ার ছেলে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।