স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, আইন মানতে হবে। আইন জানতে হবে। এটা নাগরিকের নৈতিক দায়িত্ব। কেই আইনের উর্ধে নয়। পুলিশ সদস্যদের আইন মেনে মোটর সাইকেল চালানোর নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, বিশ্বে প্রতি বছর ১ কোটি ৪০ লাখ লোক দুর্ঘটনার স্বীকার হয়। এ সব দুর্ঘটনায় কেউ মারা যায়, অনেকে পঙ্গুত্ব বরন করে। অনেক যানবাহনের ক্ষতি হয়। এ সব দূর্ঘটনার বেশির ভাগই ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়ার দেশ সমুহে সংঘটিত হচ্ছে। অভার স্পীড, অভার টেক ও অসচেতনতার কারনেই এসব দুর্ঘটনা ঘটছে। তিনি গতকাল সকালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধ করন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম উপরোক্ত কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমীতে আয়াজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বক্তব্য রাখেন আল্লামা তোফাজ্জুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, মুফতি মাওঃ আব্দুল মজিদ, এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, রামকৃষ্ণ মিশনের মহারাজ্জী স্বামী কৃপা রূপানন্দ, ইমাম সমিতির সভাপতি মাওঃ নুরুল আমীন প্রমুখ।
এদিকে বিকেলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মাওঃ তোফাজ্জুল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদিপ্ত রায়, সাজিদুর রহমান, রাসেলুর রহমান, হাইওয়ে থানার সহকারি পুলিশ সুপার শৈলেন চাকমা, বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর বীর মুক্তিযোদ্ধা আনিচ্ছুজ্জামান চৌধুরী, আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান পিপিএম, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, বাহুবল থানার ওসি মনিরুজ্জামান, লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক, সদর থানার ওসি ইয়াসিনুল হক, মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন রিপন প্রমুখ।