বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ম্যাজিস্ট্রেট পরিচয়ে জরিমানা আদায় করতে গিয়ে ব্যবসায়ীদের কাছে ধরাশায়ী হয়েছেন ভুক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বাহুবল বাজারের একটি বেকারীতে।
সূত্র জানায়, গতকাল দুপুরে বাহুবল বাজারে জনৈক ব্যক্তি ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন দোকানে গিয়ে জরিমানা আদায় করতে থাকেন। বাহুবল মধ্যবাজারে একটি বেকারীতে ঢুকে ম্যাজিস্ট্রেট পরিচয়ধানকারী ব্যক্তিরা ৩ হাজার টাকা জরিমানা করেন। বেকারী কর্মচারীরা উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি পুলিশের সহায়তায় বেকারী কর্মচারীকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা এগিয়ে এসে ম্যাজিস্ট্রেট পরিচয়ধানকারী ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। এ সময় তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট প্রমাণ করতে ব্যর্থ হন। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের কার্যালয়ে নেয়া হয়। সেখানে তিনি নিজের আসল পরিচয় প্রকাশ করেন। তার দেয়া তথ্য মতে, তিনি ভূক্তা অধিকার সংরণক্ষ অধিদপ্তরের সহকারী পরিচালক। মৌলভীবাজার জেলার পাশাপাশি অতিরিক্ত হিসেবে হবিগঞ্জ জেলার দায়িত্ব পালন করছেন। ওই কর্মকর্তার নাম মোহাম্মদ সেলিম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ব্যবসায়ীদের বলেন, তিনি ম্যাজিস্ট্রেট নন, তবে ভুক্তা অধিকার আইনে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করতে পারেন। তিনি জনস্বার্থে এ অভিযান পরিচালনা করতে গিয়ে দুরদর্শীতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারী কমিশনার (ভূমি) শফিউল্লাহ, বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজল তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ওই কর্মকর্তা গত পনের দিন পুর্বেও বাহুবল বাজারে একটি অভিযান চালিয়ে ছিলেন। সে সময় তিনি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। বিষয়টি ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।