স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও সম্ভাব্য প্রার্থীগণের তৎপরতা শুরু হয়েছে। বিএনপি, আওয়ামীলীগসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীগণ নিজের পক্ষে দলের সমর্থণ আদায়ে তৎপরতা শুরু করেছেন। ইতিমধ্যে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে পৌর আওয়ামীলীগ চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষনা করেছে। গতকাল অনুষ্ঠিত হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভায় এ ঘোষণা করা হয়।
এছাড়া হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমদুর হককে আগামী নির্বাচনে প্রার্থী হবার জন্য পইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত পইল ইউনিয়নবাসীর এক সভায় এ অনুরোধ জানানো হয়।
এছাড়া হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সদস্য মহিবুল ইসলাম শাহীন চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন। তিনি বিএনপি তথা ১৮ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে সমর্থণ আদায়ে কাজ করে যাচ্ছেন। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলেও শুনা যাচ্ছে। চৌধুরী মোস্তাক ইতিমধ্যে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন বলেও সামাজিক যোগাযোগ ফেইসবুক সূত্রে জানা গেছে। এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবিদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আক্তার রুকু প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সূত্র জানায়। তবে দিন ঘনিয়ে আসার সাথে সম্ভাব্য প্রার্থীদের তালিকাও বড় হবে বলে মনে করেন বিশ্লেষকরা।