নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রদলের কোন্দলের কারণে থানা ছাত্রদলের রায়েস গ্র“পের নেতা-কর্মিরা মিজানুর রহমান (৩০) নামের পৌর যুবদলের এক নেতাকে পিঠিয়ে গুরুতর আহত করেছে। এর জের ধরে ছাত্রদলের হারুন গ্র“পের নেতা-কর্মিরা পাল্টা হামলা চালিয়ে রায়েস গ্র“পের তুহিন (২২) ও রিয়াজ উদ্দিন দিপু (২০) নামের ২ ছাত্রদল কর্মিকে রক্তাক্ত জখম করেছে। আহত মিজানকে আশঙ্কাজনক অবস্থায় মিজানকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। ছাত্রদলের অপর আহত ২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মিদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় ৭টার দিকে নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান শহরের শেরপুর রোডের মাইক্রো স্ট্যান্ডে তার গাড়ি নিয়ে আসার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মিজান রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা অবনতি হলে মিজানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়। এ খবর পেয়ে থানা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন গ্র“পের নেতা-কর্মিরা লাটিসোটা নিয়ে উল্লেখিত মাইক্রোস্ট্যান্ডে গেলে রায়েস গ্র“পের নেতা-কর্মিদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দোকান পাট বন্ধ করে ব্যবসায়ী ও পথচারীরা দিগি¦দিক দৌড়াতে থাকেন। ছাত্রদলের দুই গ্র“পের সংঘর্ষের সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।
এদিকে ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুরের প্রতিবাদে গতকাল নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ী সমিতি আজ জরুরি সভা আহবান করেছে।