রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বাহুবলে সেনা সার্জেন্ট হত্যা ৯ দিনেও ধরা পড়েনি আসামী

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৪৭৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও প্রাক্তণ সৈনিক সংস্থা বাহুবল উপজেলা শাখার নির্বাহী সদস্য ও বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের বাসিন্দা আলহাজ্জ মোজাম্মেল হক (৫৫) হত্যার ৯ দিন অতিবাহিত হলেও এজাহারভূক্ত আসামীদের এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। ধরাছোয়ার বাইরে থাকায় আড়াল থেকে আসামীরা ও তার লোকজন বিভিন্নভাবে নিহতের পরিবারকে ভয়ভীতি ও মামলার তদবির থেকে বিরত থাকতে হুমকি দিচ্ছে বলে নিহতের পরিবারের অভিযোগ। এই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রওশন আরা জ্যোৎস্না বাদী হয়ে একই গ্রামের ১২ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলেন একই গ্রামের আজিদ মিয়া, সহিদ মিয়া, আফজল, আজমল, ছকির মিয়া, মারাজ, সিদ্দিক, তাউস, মানিক, ছালিক, হামিদ ও উজ্জল।
ঘটনার কারণ হিসেবে পরিবারের লোকজন জানান, ২০১১ সালে নিহত মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের চিনতে পেরে পরদিন তিনি আসামী মারাজ মিয়াসহ কয়েকজনকে আসামী করে ডাকাতি মামলা দায়ের করেন। এ ঘটনায় কয়েকজন গ্রেফতার হলে পরবর্তীতে আইনী প্রক্রিয়ায় কারাভোগ করে বেরিয়ে আসেন। আসার পর থেকে বছর তিনেক ধরে ওইসব আসামী ও তার স্বজনরা মোজাম্মেলের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেন। শুরু করেন নানা সময়ে তুচ্ছ বিষয় নিয়ে দাঙ্গা-হাঙ্গামা, ফসলাদি লুটপাট। চালু করে পেশিশক্তির মাধ্যমে নিহতের জমি-জমা অবৈধ দখলের জোর জবরধস্তি। এনিয়ে একাধিক সালিশ বৈঠক হলেও আসামীদের গ্রাম্য শক্তির প্রভাবের কারণে সালিশ বৈঠক ফলপ্রসু হয়নি। ফলে ‘জোর যার মুল¬ুক তার’ নীতিই বহাল থেকে যায়। এভাবেই একের পর এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিরীহ মোজাম্মেল হককে শায়েস্তা করতে সকল আসামীরা একাট্টা হয়ে উঠে।
যেভাবে হত্যা করা হয়: ৪ নভেম্বর ২০১৬। সকাল সাড়ে ৬টায় নিহত মোজাম্মেল হক তার ছেলে আল-আমিন (১৬)কে নিয়ে বাড়ির পাশে পশ্চিম দিকে নিজ জমিতে ঘাস কাঁটতে যান। এসময় সকল আসামীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ক্রামন্বয়ে রড, রামদা, ডেগার ও প্রাণনাশক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে যেতে থাকে। মূহুর্তেই তারা মোজাম্মেল হক ও তার পুত্রকে ঘেরাও করে ফেলেন। কিছু বুঝে উঠার আগেই গ্রামে জনবলহীন নিরীহ মোজাম্মেলকে রড, রামদা সহ অস্ত্রাদি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায় হামলাকারীরা। এসময় পুত্র আল-আমিন চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে আশপাশের লোকজনকে বাবাকে বাঁচানোর আকুতি জানালে লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় গ্রামের লোকজন মোজাম্মেলকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই এমপি কেয়া চৌধুরীসহ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, র‌্যাব কর্মকর্তা, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ পরিদর্শণ করেন। ৬ নভেম্বর ২০১৬ তারিখে নিহতের স্ত্রী রওশনা আরা বাদী হয়ে বাহুবল মডেল থানায় ১২জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ আসামীদের বিরুদ্ধে কড়া একশনের ঘোষণা দিলেও ঘটনার ৯ দিনেও একজন আসামীও ধরা পড়েনি। উপরন্ত আসামী ও তার লোকজন নিহতের পরিবারের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাড়িয়েছে। এ ঘটনায় প্রাক্তণ সৈনিক সংস্থার নেতৃবৃন্দ বৈঠক করে আসামীদের গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন।
গতকাল শনিবার বিকালে বাহুবল থানার ওসি মনিরুজ্জামান জানান, আসামীদের গ্রেফতারে আমাদের টিম কাজ করছে। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com