স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামে ঝগড়া থামাতে গিয়ে দাঙ্গাবাজদের হামলায় আব্দুল খালেক (৪০) নামের এক পল্লী চিকিৎসক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুরাবই গ্রামের বাসিন্দা ও সুতাং বাজারের পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।
আহত সুত্র জানায়, দুই দল দাঙ্গাবাজ গত শুক্রবার দুপুরে সংঘর্ষে জাড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংগের ঘটনা ঘটে। এ সময় আব্দুল খালেক সংঘর্ষ থামাতে গেলে দাঙ্গাবাজরা তাকে প্রহার করে। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক জানিয়েছেন, তার নাকের হাড় ভেঙ্গে গেছে।