স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে শহরের পুরান মুন্সেফী এলাকার শতাধিক দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, সহ সভাপতি সৈয়দ মোঃ জালাল, যুগ্ম সম্পাদক শামীম খান প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কামরুল হুদা চৌধুরী সুমন, রিন্টু রায়, সৈয়দ রুহেব, আরিফ হাসান রিয়াদ, মিজু আহমেদ রতন, রুমেন চৌধুরী, মোশাহিদ মিয়া, রাহুল দাস, হাসিফ হাসান রিয়াব, মোজাহিদ মিয়া, রেদুয়ান হাসান রাফি, সুমন চৌধুরী, ইকবাল খান প্রমুখ। এতে শতাধিক দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়।