মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “কণ্ঠে মোদের কুন্ঠাবিহিন, নিত্য কালের ডাক” এই শ্লোগানকে ধারণ করে শনিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি স্বপ্না রাণী রায়, সহ-সভাপতি জিতু মিয়া ও ভানু চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ, সহ-সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম সেলিম, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, নাটক বিভাগের সম্পাদক মখলিছ মিয়া, সঙ্গীত বিভাগের সম্পাদক শ্রাবন্তী রায় মন্টি, সংগঠন বিভাগের সম্পাদক কাউসার মিয়া, দপ্তর বিভাগের সম্পাদক সনজু দাশ, কার্যকরি কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ আলী, সামসু মিয়া, ইমদাদুল হোসেন খান, অনিতা রায়, সিদ্ধার্থ শংকর দাস সিধু, হেলাল মিয়া, অমিতা রায় সমাপ্তি, দোলন মিয়া ও দুর্জয় দাশ স্মরণ। সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন উদ্বোধক স্বপন কুমার দাশ। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদীচী বানিয়াচং শাখার সভাপতি স্বপ্না রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সঙ্গীতা ইমাম, এডঃ মকবুল হোসেন, আরিফ নুর, উদীচী হবিগঞ্জ জেলা সভাপতি মনিরুল ইসলাম বারেক, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি সূত্রধর, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হোসেন খান, অপু চৌধুরী, আব্দুল হাকিম, চ্যানেল এস-ইউকে’র বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, সিপিবি বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, বাসদের সাধারণ সম্পাদক কমরেড এআরসি কাউসার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ প্রমূখ। পরে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ। শোক প্রস্তাব গৃহীত হলে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা নব নির্বাচিত কমিটিকে শপথ করান জেলা সভাপতি মনিরুল ইসলাম বারেক।