প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্র মজলিসের কমিটি পুনঃ গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুর রহিম সাঈদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক মাওঃ আনোয়ার আলী, বায়তুল মাল সম্পাদক মাওঃ আশিকুর রহমান, ছাত্র মজলিসের সাবেক সভাপতি এইচ এম শাহিনুল ইসলাম। সভাশেষে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান জালালকে সভাপতি, কাজী ফাবাশ্বির আহমেদকে সেক্রেটারী, রাসেল শরীফকে প্রশিক্ষণ সম্পাদক, নুর উদ্দিন নোমান বায়তুল মাল সম্পাদক এবং শামীম আহমেদকে প্রচার সম্পাদক করে ২০১৬-১৭ সালের কমিঠি গঠন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বি-বাড়িয়ার নাসিরনগরের ঘটনায় দেশবাসী উদ্ভিগ্ন। পবিত্র কাবা শরীফের অবমাননাকারীর বিচার দ্রুত সময়ের মধ্যে করতে প্রশাসনের কাছে দাবী জানান। তার বিচারে বিলম্ব করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।