প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হবিগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা আব্দুল মালেকের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শাহ মোঃ আরজু, শওকত আকবর সোহেল, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ। এতে উপস্থিত ছিলেন সজল রায়, হাজী সামছু, আব্দুর রউফ মাসুক, ফজলুর রহমান খান, ওয়াহিদুজ্জামান বাবুল, মাহবুবুর রহমান মাসুদ, মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহার হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, এমএ হাকিম, এডভোকেট সুজিত চন্দ্র গোপ, কামাল মিয়া, বিপুল রায়, পিন্টু আচার্য্য, বদরুল আলম, এডভোকেট মহিউদ্দিন সুহেল, শাহরিয়া সুমন চৌধুরী, আলম মিয়া, ফারুক মিয়া, সিরাজুল ইসলাম, আলমগীর দেওয়ান, কামাল মিয়া, ইশতিয়াক শাওন, বেলাল আহমেদ, হাজী শাহ আলম, জুবায়েদুর রহমান নাজু, বদরুল আলম, সবুজ মিয়া, আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, জুয়েলুর রহমান, সজল খান, আবুল কাশেম রুবেল, রাহুল ও শিমুল প্রমুখ।