স্টাফ রিপোর্টার ॥ “৭ বছরে নব আয়োজনে মোহনা টিভি” এ শ্লোগানে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মোহনা টিভি’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোশাহিদ আলী। গীতা পাঠন করেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শ্রীকান্ত গোপ।
মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া ও দৈনিক এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমা ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান আওয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জামান, টিভি জার্নালিস্ট এসোসিশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, রোটারী ক্লাব প্রেসিডেন্ট বাদল কুমার রায়, জেলা বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জল।
এতে উপস্থিত ছিলেন যুমনা টিভির প্রদীপ কুমার দাশ, দৈনিক হবিগঞ্জের বাণীর সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, প্রভাষক এবিএম আল-আমিন চৌধুরী, ডিবিসি বাংলার প্রতিনিধি আল্লাহ আল মামুন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, এশিার টিভি’র প্রতিনিধি এসএম সুরুজ আলী, দ্যা হবিগঞ্জ হোয়াই রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ লিজান খান, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর সভাপতি শেখ সুলতান মোঃ কাউছার, অনিক রঞ্জন দাশ, এসএ টিভির প্রতিনিধি মোঃ আব্দুর রউফ সেলিম, বিজয় টিভির প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার একে কাউসার, দৈনিক লোকালয় বার্তার সিনিয়র রিপোর্টার এম সজলু, দৈনিক এক্সপ্রসের স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, প্রতিদিনের বাণীর আক্তার হোসেন, সমাচারের স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, এমআই সজিব, সাংবাদিক সহিবুর রহমান, দৈনিক জননীর স্টাফ রিপোর্টার শাহ আলম, কৃষকলীগ নেতা মহিবুর রহমান তালুকদার কাউছার, আব্দুর রউফ, দৈনিক বিয়ের প্রতিধ্বনির স্টাফ রিপোর্টার তারেক, মমিনুল ইসলাম, আব্দাল মিয়া, হাবিব মিয়া, রাজন মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিগণ কেক কেটে মোহনা টিভি’র ৭ম বষপূর্তির শুভ উদ্বোধন করেন।