নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে চা বাগানের ভোটাররাই বড় ফ্যাক্টর। এদিক বিবেচনায় রেখে আওয়ামীলীগের প্রার্থীরা চা বাগানকে গুরুত্ব দিচ্ছেন বেশী। এখানে চা বাগানের সংখ্যা ১৭টি। ভোটার রয়েছেন প্রায় ৩৫ হাজার। চা বাগানের ভোটারদের মন জয় করতে প্রার্থী ও তাদের সমর্থকরা ইতোমধ্যেই চা বাগানে অবস্থান নিয়েছেন। স্থানীয় নেতা-কর্মীদেরকে সংঘটিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী বৈতরনী পার পেতে চা বাগানের ভোটাররাই বড় ফ্যাক্টর-এ কথা বিবেচনায় রেখে প্রার্থীরা ছুটছেন চা বাগানে। আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী থাকলেও বিএনপি থেকে ঘোষনা করা হয়েছে একক প্রার্থীর নাম। খেলাফত মজলিশ থেকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে শুক্রবার। তাদের সাথে লড়বেন আরো দুই স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীরা হলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বর্তমান চেয়ারম্যান আঃ কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, থানা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, বিএনপি’র সভাপতি, চুনারুঘাট (সদর) ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাংবাদিক শফিকুর ইসলাম লুতু, বর্তমান ভাইস চেয়ারম্যান জামান উদ্দিন কাওসার ও খেলাফত মজলিশের অধ্যাপক আব্দুল করিম। গত উপজেলা নির্বাচনে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে আঃ কাদির লস্করের কাছে হেরে সাংবাদিক শফিকুল ইসলাম লুতু যে চমক সৃষ্টি করেছিলেন তা তিনি এবার ধরে রাখতে পারবেন কি-না এনিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিজয়ী প্রার্থী আঃ কাদির লস্কর গ্রাম্য আচার অনুষ্ঠান ছাড়া কাজ করার তেমন কোন সুযোগ পাননি। তিনি অসুস্থতার কারনে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আসন্ন নির্বাচনে নতুন প্রার্থী আবু তাহের এবং সৈয়দ লিয়াকত হাসানকে নিয়ে এলাকায় ব্যাপক মাতামাতি শুরু হয়েছে। আবু তাহের বিগত ১০ বছর ধরে জাতীয় নির্বাচন পরিচালনা করে দলীয় নেতা-কর্মীর নজর কেড়েছেন। সৈয়দ লিয়াকত হাসান এবং আবু তাহেরকে নিয়েই বেশী মাতামতি চলছে এলাকায়। এ দু’প্রার্থীর দিকেই এবার ভোটারের নজর বেশী বলে মনে করা হচ্ছে। চুনারুঘাটে ১০টি ইউনিয়নে চা শ্রমিক ভোটারসহ ভোটার রয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৫৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮০টি।