স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দারবাড়ি ও বড় বহুলা এলাকায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দু’টি রাস্তার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, আমি নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ ও লাখাইয়ের প্রতিটি প্রত্যন্ত এলাকায় ব্রীজ, কালভার্ট ও রাস্তা নির্মাণ করে যাচ্ছি। জনসেবাকে ইবাদত মনে করে কাজ করে যেতে চাই। অন্যান্যের মধ্যে গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, খালেক মেম্বার, সিরাজুল ইসলাম খান, গনি মিয়া, আব্দুল হাই, হাজী বুলবুল মিয়া, আলতাফ আলী, রইছ আলী মিয়া, নজরুল ইসলাম শামীম, আলমগীর জুয়েল, এডঃ আজিজুর রহমান খান সজল, অনু মিয়া মেম্বারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।