শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

অবশেষে বাহুবল থেকে মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীনের বিদায়

  • আপডেট টাইম বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ৪৫৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ছাত্রদের বুকের তাজা রক্ত ঝরিয়ে অবশেষে বাহুবল থেকে বিদায় নিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীন। তার ঘুষ-দূর্নীতির প্রতিবাদে গত ১৯অক্টোবর স্মারকলিপি দিতে গিয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষে ৩০ ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও মডেল থানা কমপ্লেক্স ভাংচুর হয়। এ ঘটনার পর তাকে অপসারণের দাবি উঠে। অবশেষে গত ৭ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জনস্বার্থে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বদলীর আদেশ জারি করে। তার বদলীর খবরে বাহুবলের মাধ্যমিক শিক্ষাঙ্গনে স্বস্তি ফিরে এসেছে।
সূত্র জানায়, বিগত ২০১২ সনের ২১ অক্টোবর সামছুন্নাহার পারভীন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বাহুবল উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি অত্র উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে সখ্যতা গড়ে তোলেন। ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে তিনি অবৈধ ও বেআইনী সুবিধা গ্রহণ করে তাদের নানা সুবিধা দিয়ে আসছেন।
সম্প্রতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে পাঁচটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ছকে তথ্য চেয়ে পত্র দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীন উপজেলা সদরের প্রাচীন ঐহিত্যবাহী ডিএনআই মডেল হাইস্কুলকে পেছনে পেলে ৭ কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত একটি বিদ্যালয়কে সেরা বিদ্যালয় উল্লেখ করে প্রতিবেদন দেন। এ খবর প্রচার হলে উপজেলা সদরের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ অবস্থায় গত ১৯ অক্টোবর দুপুরে উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ডিএনআই মডেল হাইস্কুলের ছাত্রছাত্রী ও ম্যানেজিং কমিটির উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীন-এর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ তোলে কার্যালয় ঘেরাও ও উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদানের কর্মসুচি পালন করে। কর্মসুচি শেষে শিক্ষার্থীরা শ্লোগান দিতে দিতে বিদ্যালয়ে ফিরে আসার পথে মডেল থানার সামনে পুলিশের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় পুলিশ মিছিলকারীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে এবং দুই শিক্ষকসহ কয়েক শিক্ষার্থীকে ধরে নিয়ে মারধর করে। এ অবস্থায় শিক্ষার্থীরা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ গুলি ও টিআর গ্যাস নিক্ষেপ করে। এতে উল্লেখিত সংখ্যক ছাত্র-জনতা আহত হয়। এ ঘটনার পর থেকে মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীনের অপসারণ ও বিচারের দাবি উঠে। এ পরিস্থিতিতে তিনি ঘটনার পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com