মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ব্র্যাক সদর অফিসের উদ্যোগে খাস জমি ও জলমহাল সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা গতকাল সকাল ১০ টায় ১নং ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে ও কামাল খানী সদর অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াছ ফরাজীর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট হেলাল উদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ কতুব উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ সাহেদ আলী, আওয়ামীলীগ নেতা মোঃ শাহ নেওয়াজ ফুল, চ্যানেল এস প্রতিনিধি সাংবাদিক মখলিছ মিয়া, শিক্ষক মোছা মিয়া, ইউপি সদস্য মোঃ মুখলিছুর রহমান, এনামুল হোসেন, লোকমান মিয়া, মোবারক মিয়া।
উল্লেখ্য, অসহায়, হতদরিদ্র মানুষ জনকে ভূমি ও জলমহাল এর ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি সদর অফিস এ কর্মশালাটির আয়োজন করে। এতে শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, স্থানীয় জন প্রতিনিধি, ইমাম, কাজীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।