কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ সম্প্রতি ব্রাহ্মনবাড়ীয়ার নাছিরনগরসহ দেশব্যাপী সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের উপর হামলা ও লুটপাটের প্রতিবাদে গতকাল সকালে শ্রীমঙ্গল চৌমূহনা চত্ত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ গ্রহন করেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, তরুন সনাতনী সংঘ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, টিআইবি, সম্মিলিত নাট্য পরিষদ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষকসমাজ, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগন। এই সমাবেশটি প্রায় তিনঘন্টা ব্যাপী চলে।
বক্তারা অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবী জানান। এছাড়াও তারা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরন দাবী করেন।