গান পরিবেশন করবেন লালন উৎসবেপ্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিল্পীর সনদ গ্রহণ করলেন সুলতান মাহমুদপুর গ্রামের কৃতি সন্তান কন্ঠশিল্পী এসএম আবু জাহিদ। বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তি প্রতিযোগিতায় লোকগীতি, পল্লীগীতি ও আঞ্চলিক গানে সিলেট বিভাগে ১ম স্থান ও জাতীয় পর্যায়ে ৪র্থ স্থান অর্জন করেছেন তিনি। আগামী ১০-১১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অধীনে ২ দিন ব্যাপী লালন মহো উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৬৪ জেলা থেকে ৬৪ শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত করা হয়। এর মাঝে কন্ঠশিল্পী এসএম আবু জাহিদ হবিগঞ্জ জেলা থেকে ডাক পেয়েছেন। তিনি লালন উৎসবে হবিগঞ্জ জেলার পক্ষ থেকে গান পরিবেশন করবেন। জাহিদ বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ও হবিগঞ্জ সুরবিতানের সিনিয়র ছাত্র। জাহিদের এই কৃতিত্বে তার মা-বাবা ও ওস্তাদ সরোজকান্তি দাশ, স্বদেশ দাশ, জালাল সিদ্দিকী, শিল্পকলার কালচারাল অফিসার অসিতবরন দাশ গুপ্ত, সুরবিতানের সম্পাদক আবুল ফজল, সাংস্কৃতিক পরিষদের সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, শিল্পকলার সম্পাদক শামীম আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সালেহ আহমদসসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিদের অবদান রয়েছে বলে জানান তিনি। জাহিদ তার সাফল্য কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।