স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সফিকুল ইসলাম ইমন নামের নবম শ্রেণীর ছাত্রকে প্রহার করে আহত করেছে একদল বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইমন ওই গ্রামের আব্দুর রশিদের পুত্র। গতকাল মঙ্গলবার ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ইমন গতকাল স্কুলে পরীক্ষা দিতে গেলে ওই স্কুলের দশম শ্রণীর এক ছাত্রীকে উত্যক্ত করে আকিল মিয়া, খাইরুল ইসলাম সিপু ও আসিক মিয়া। এতে ইমন প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধোর করে। এতে ইমন আহত হয়।