মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়ার কৃতি সন্তান আব্দুল গাইয়ুম চকদার বার এ্যাট ‘ল’ ডিগ্রী অর্জনের জন্য গতকাল লন্ডন যাত্রা করেছেন। সেখানে তিনি বি.পি.পি ইউনিভার্সিটি অব লন্ডন ইউকে স্কুল অব ‘ল’ এতে ব্যারিষ্টারী ডিগ্রী অর্জনের জন্য অধ্যয়ন করবেন। আব্দুল গাইয়ুম বাংলাদেশ আওয়ামী ব্রিটিশ ‘ল’ স্টুডেন্ট ইউনিয়ন এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সে আন্দিউড়া গ্রামের আব্দুল কুদ্দুস চকদার মাখন ও সৈয়দা নাজমুন নাহার লুনার প্রথম পুত্র। সময় স্বল্পতার কারণে সে তার সকল শুভাকাঙ্খির সাথে দেখা করতে পারেনি বলে আন্তরিক ভাবে দুঃখিত। আব্দুল গাইয়ুম সকলের দোয়া প্রার্থী।