রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

নবীগঞ্জের ফুটারমাটি সড়ক পাকা করণ কাজের উদ্বোধনের ৮ দিন পর নামফলক উধাও ॥ ঘটনার সাথে জড়িত সন্দেহে বিএনপি নেতা আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ফুটারমাটি সড়ক পাকা করন উদ্বোধনের ৮ দিন অতিবাহিত হওয়ার পরই ভিত্তি প্রস্তরের নাম ফলক কে বা কারা ভেঙ্গে ফেলেছে। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জ থানা পুলিশ হাফিজ ওয়ারিশ মিয়া (৩২) নামের এক বিএনপি নেতাকে আটক করছে। জানা যায়, গত ১৬ জানুয়ারী নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলা বাজারÑফুটারমাটি সড়কের ১ কিলোমিটার পাকা করন কাজের উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের নবনির্বাচিত এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ওই সড়ক পাকাকরন কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি। উল্লেখ্য, তৎকালীণ এমপি শেখ সুজাত মিয়া ওই সড়ক পাকা করণ কাজের উদ্বোধনের কথা ছিল। সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। এদিকে উদ্বোধনের পূর্বমুহুতে ওই কাজের উদ্বোধনের আগ্রহ প্রকাশ করেন নবীগঞ্জ-বাহুবল আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এর প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রশাসক এর হস্তক্ষেপে উদ্বোধন কার্যক্রম স্থগিত করা হয়।
ফলে শেখ সুজাত মিয়া আর ওই সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করতে পারেন নি। শেষ পর্যন্ত গত ১৬ জানুয়ারী মুনিম চৌধুরী বাবু ওই সড়কের উদ্বোধন করেন। এ ঘটনায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে সড়ক পাকা করন কাজের উদ্বোধনের মাত্র ৮ দিন অতিবাহিত হওয়ার পর গত বৃহস্পতিবার রাতের আধারে ওই সড়ক উদ্বোধনী নাম ফলক কে বা কারা উপড়ে ফেলে। ঘটনাটি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে দিনভর তদন্ত শেষে গতকাল রাত ৯ টার দিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুর্শি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনাতাবাদ গ্রামের লাল মিয়ার পুত্র  হাফিজ ওয়ারিশ মিয়া (৩২) কে আটক পুলিশ আটক করে নবীগঞ্জ থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com