মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গভীর নলকূপ পরিচালনা করতে হলে এনামূল হক নামে এক সন্ত্রাসীকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত রামচন্দ্র রায় চৌধুরীর ছেলে সূর্য্য শেখর রায় চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মাধবপুর থানার ওসি সহ বিভিন্ন দপ্তরে দরখাস্তের কপি প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সূর্য্য শেখর রায় চৌধুরী ১৯৮৬ সনে সরকারের ভর্তুকীর আওতায় আহম্মদপুর মৌজার তার এস.এ রেকর্ডীয় ১২২ নং খতিয়ানের ৭০৮ দাগের ভূমিতে একটি গভীর নলকূপ স্থাপন করেন এবং অদ্যবধি ওই নলকূপের সেচের মাধ্যমে কয়েকশত কৃষক প্রায় ৩শ একর ভূমি আবাদ করে আসছেন। চলতি ইরি-বোরো মৌসুমে সূর্য্য শেখর রায় চৌধুরী সেচের জন্য গভীর নলকূপটি চালু করতে গেলে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এনামূল হক তাকে নলকূপ চালু করতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে জানায়। বিষয়টি কাউকে জানালে অথবা আইনের আশ্রয় নিলে এনামূল তার বাহিনী নিয়ে সূর্য্য শেখর রায় চৌধুরীকে রাতের আধাঁরে অপহরণ করে খুন করে লাশ গুম করবে বলে হুমকি সহ গভীর নলকূপটি দখল করে নেবে বলে জানায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি থানার অফিসার ইনচার্জকে সরজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থ গ্রহনের জন্য প্রেরণ করা হয়েছে।
উপজেলা বিআরডিবি অফিস সূত্রে জানা যায়, সূর্য্য চৌধুরী তার রেকর্ডীয় ভূমিতে নলকূপটি বসাতে চাইলে সরকার ৭ লাখ টাকা ভর্তুকী দিয়ে নলকূপটি স্থাপন করেন। মাধবপুর থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, এনামূলের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে গভীর নলকূপটি পরিচালনা করতে না পারায় প্রায় ৩শ একর ভূমি অনাবাদি থেকে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।