চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, চুনারুঘাট থানার এস আই হারুনসহ একদল থানা পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাশী ইউপির কাকাউশ গ্রামের কুতুব মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তার পুত্র মোঃ তামিম মিয়া (২৫) এর গোয়াল ঘর থেকে নাম্বার বিহীন পালচার ভারতীয় চোরাই মূল্যবান একটি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় তামিম মিয়া পালিয়ে যায়। উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।