প্রেস বিজ্ঞপ্তি ॥ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ইউনিট কার্যালয়ে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিট যুব প্রধান পঙ্কজ কান্তি দাশ পল্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট কার্যকরী কমিটির সদস্য মহিবুল হক চৌধুরী, এডঃ নিলান্দ্র শেখর পুরকায়স্থ টিটু, শফিকুজ্জামান হিরাজ ও ইউনিট সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী। এতে উপস্থিত ছিলেন শাহজাহান কবির, জিয়াউল হক জিয়া, মোঃ আলমগীর, নবীন, শেখ মখলিছ, সুলতান, সহিবুর, আশিষ, সুফিয়ান, দিলুয়ার খান, জাকারিয়া, পিয়াস, সানি, রিপন, মঈন উদ্দিন, জুয়েল, আফরোজ, কাউছার আহমেদ, সেতু, সাফি, রকিব, ইমরুল, রাজিব প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, আর্তমানবতার সেবায় যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সব সময় কাজ করে থাকে। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে যে টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হবে আমরা সকল যুব সদস্যরা সুন্দর, ও সুশৃঙ্খলভাবে কাজের মাধ্যমে সুনাম ও রেড ক্রিসেন্টের ভাবমূর্তি উজ্জল করতে হবে। উক্ত হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে হবিগঞ্জ যুব রেড ক্রিসেন্টের ৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।