মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সম্প্রীতি ও শান্তির লক্ষ্যে বিশেষ আইন শৃংখলা সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের রসরাজ দাস নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনূভুতিতে আঘাত এনে একটি ছবি পোস্ট দেয়ার অভিযোগে নাসিরনগর ও মাধবপুর উপজেলার বিভিন্ন মন্দির এবং হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শান্তি বজায় রাখার নিমিত্তে বানিয়াচং উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, রিপোর্টার ইউনিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, শিক্ষক বিপুল ভুষণ রায়, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, ভাইস প্রিন্সিপাল আতাউর রহমান, মাওলানা মখলিছুর রহমান, দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ গোলাম কাদির, মাওলানা বশীর আহমেদ, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ ঘটনাকে পুঁজি করে যাতে কেউ কোন বিশৃংখলা করার সুযোগ না পায় সেদিকে সবাইকে নজর রাখার আহবান জানান। উপস্থিত প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা তাদের ইউনিয়নে যাতে কোন ধরনের শান্তিশৃংখলা বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন বলে সভাকে আশ্বস্ত করেন। অন্যদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পূর্বঘোষিত বানিয়াচং উপজেলায় আজকের মানববন্ধন প্রত্যাহার করে নেয়ায় উক্ত পরিষদের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানানো হয়। বিশেষ আইন শৃংখলা সভায় পুলিশ প্রশাসন, মসজিদের ইমাম, পুরোহিত, আলেম সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, দায়িত্বপ্রাপ্ত কাজী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।