প্রেস বিজ্ঞপ্তি ॥ ফেসবুকে বিকৃত ছবি আপলোড করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর ও মনতলায় মন্দির ও প্রতিমা ভাংচুর এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাংচুর-লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে হবিগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরস্থ টাউন হল সড়কে খোয়াই থিয়েটার কার্যালয়ে এ ব্যাপারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি পীযূষ চক্রবর্তী, বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, অনুশীলন ক্রীড়া চক্রের সভাপতি হুমায়ুন খান, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন, কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবীর, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, জীবন সংকেতের নাট্যকর্মী আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, স্টুডেন্ট ফর ফ্রেন্ডশীপ সোসাইটির প্রধান সমন্বয়কারী আব্দুর রকিব রনি, রোটারিয়ান খান সারওয়ার, নাট্যকর্মী সৈয়দ কাওছার, জুবায়েদ হোসেন, সৈয়দ হাসান ইমাম শাকিল, পাবেল খান চৌধুরী, মোক্তাদির হোসেন, ফরহাদ চৌধুরী, তানভির আরজু তমাল, রুহেল শাহ, রাজন দাস প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, যে কোন ধর্মের অনুভূতিতে আঘাতকারী বক্তব্য বা ছবি প্রকাশ কারো কাম্য হতে পারে না। এর সঙ্গে জড়িত ব্যক্তিকে যথাযথ শাস্তি প্রদান করা হোক। ফেসবুকে ছবি আপলোডের সূত্র ধরে যেভাবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাংচুর-লুটপাট চালানো হয়েছে তা এককথায় ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। এমন কর্মকাণ্ড কোন ধর্মেই স্বীকৃত নয়। এহেন বর্বরোচিত হামলা-ভাংচুরের সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।