মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হেলাল মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হেলাল উপজেলার বুল্লা গ্রামের জলফু মিয়ার ছেলে। বৃহস্পতিবার ভোররাতে থানার উপ-পরিদর্শক (্এসআই) মমিনুল ইসলাম ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। একটি চুরির মামলায় তার ৬ মাসের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।