স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপালপুর সড়কে টমটমের ধাক্কায় তাহির মিয়া (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের সানু মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায় ওই সময় তিনি বাড়ির পাশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুগামী টমটম তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।