স্টাফ রিপোর্টার ॥ ডাকাতি মামলার এজাহারভূক্ত আসামী জমসেদ আলী (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। হবিগঞ্জ-লাখাই সড়কের ধলগ্রামের নিকট থেকে সদর থানার এসআই সুদীপ রায় তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জমসেদ বানিয়াচঙ্গ উপজেলার বড়কান্দি গ্রামের শিষ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জমসেদ একাধিক ডাকাতি মামলার আসামী। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুজে বেড়াচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয়।