প্রেস বিজ্ঞপ্তি ॥ চাপিয়ে দেওয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের পকেট কমিটি বাতিলের দাবিতে “বাচাও ছাত্রদল” এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় আরডি হল প্রাঙ্গনে এক সমাবেশের মাধ্যমে মিছিলটি সমাপ্ত হয়। উক্ত সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক অস্বচ্ছ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির মাধ্যমে চাপিয়ে দেয়া অযোগ্য অথর্ব কমিটি বাতিল করে আরো যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দের সমন্বয়ে আলাপ আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। অন্যতায় অতীতের মতো মিছিলে মিছিলে সভা সমাবেশে প্রতিবাদ প্রতিরোধে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।