নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহনুর মিয়া (৩৫) গতকাল শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি – – –রাজিউন)। তিনি ওই গ্রামের আতাব উল্লার পুত্র। ৫ ভাই ৩ বোনের মাঝে শাহনুর সর্ব কনিষ্ট। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিন বেলা ৩ টায় তার নিজ বাড়ি লহরজপুর গ্রামের মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
এদিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহনুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নবীগঞ্জ উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, সাংগঠনিক বেলায়েত হোসেন বেলাল, সহ-সভাপতি আব্দুর রকিব, আব্দুল বাছিত রাসেল, আখলাকুল হক বিপ্টু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এমএন মির্জা, যুগ্ম সম্পাদক ডাঃ লিটন মিয়া, যুবনেতা আহমদ খান। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।