স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় বাদি বিবাদীপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ বিরামচর গ্রামের আব্দুল হামিদ ও সাহেদের মাঝে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। তাদের মাঝে এ নিয়ে বেশ কয়েকবার মারামারি হয়। গতকাল উভয়পক্ষের মামলার তারিখ থাকায় তারা আদালতে আসে হাজিরা দিতে। এ সময় তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। দৌড়াদৌড়ি করতে গিয়ে ৫ জন আহত হন।