রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা বিএনপির কাউন্সিল ॥ কাজল সভাপতি, মতিন সম্পাদক ॥ নির্বাচন কমিশন কি করবে আগামী দিনই বলে দেবে-ডা. জাহিদ চুনারুঘাটে নিহত রাজু মিয়ার বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার নবীগঞ্জে ৬টি চোরাই মোবাইল উদ্ধার নবীগঞ্জের মসজিদের সেক্রেটারী কাজলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় ৩ গ্রামের প্রতিবাদ সভা শতবছর পূর্তি অনুষ্ঠান হবে ১টি মাইল ফলক ॥ ড. জহিরুল হক মাধবপুরে রাত হলেই মাটি পাচারে মেতে উঠেন যুবলীগ নেতা মনির হবিগঞ্জ জেলা উদীচীর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন শহরের ২নং পুল এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আটক চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার দেউন্দি সড়কে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

বানিয়াচঙ্গে কৃষক গ্র“পের মধ্যে পাওয়ার টিলার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ১৫টি কৃষক গ্র“পের মাধ্যমে ১৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা যুবলীগ সভাপতি ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি কৃষক গ্র“পের সভাপতি/সেক্রেটারীর নিকট পাওয়ার টিলারগুলো হস্তান্তর করেন। উল্লেখ্য, ১৫টি কৃষক গ্র“পের সভাপতি প্রতিটি পাওয়ার টিলার এর জন্য ১৫ হাজার টাকা ফেরতযোগ্য জামানত ব্যাংকের মাধ্যমে জমা প্রদান করে বাৎসরিক ৫ হাজার টাকা ভাড়া প্রদান সাপেক্ষে এ পাওয়ার টিলারগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়। ১৫টি পাওয়ার টিলার বাজার মূল্য রয়েছে প্রায় ২৩ লক্ষ ২৫ হাজার টাকা। ইতিপূর্বেও ১৫টি কৃষক গ্র“পকে ভাড়ার মাধ্যমে ফুড পাম্প, ¯্র-েমেশিন ও পাওয়ার পাম্প বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com