স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদে ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে আব্দুল কদ্দুছ চৌধুরী (ক্রিকেট ব্যাট) প্রতিক নিয়ে ৪শ’ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আইয়ূব আলী (টিওবওয়েল) প্রতিক ৪শ’ ১৬ ভোট ও মোছাঃ ছাকিরা খানম (মোরগ প্রতিক) ৩শ’ ২৯ ভোট পেয়েছেন। এ উপ নির্বাচনে একটি মাত্র কেন্দ্র চুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুথ সংখ্যা ছিল ৩টি। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫শ ১৩ জন। যার মধ্যে পুরুষ ৭৮৪ ও মহিলা ভোটার ৭২৯। প্রিজাইডিং অফিসার ১জন ও সহকারি প্রিজাইডিং অফিসার ৩ এবং পোলিং অফিসার ৬ জন রয়েছেন। উক্ত নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বেসরকারীভাবে আব্দুল কদ্দুছ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন। উল্লেখ্য, গত ইউপি নির্বাচনের আগের দিন আব্দুল মালেক মিয়া মৃত্যুবরণ করেন। পরে নির্বাচনে মৃত্যুর পরও জয়ী হন। তাই শূন্যপদে এ উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়।