প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ অরাজনৈতিক সংগঠন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ইতিপূর্বে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেবন আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মালেক, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ইতিপূর্বে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুস্কার প্রদান করবেন অতিথিবৃন্দ।