মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিন্ময় দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবীতে সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ॥ দাবী না মানলে দুর্বার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে-আল্লামা ওলিপুরী বানিয়াচঙ্গের বিথঙ্গল মাছুয়াটেক সেচ প্রকল্পের সাবেক ম্যানেজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা মাধবপুরে দুইটি দোকান পুড়ে ছাই নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত বিএনপি নেতা গাজী আফজল আর নেই ॥ জিকে গউছের শোক দুই দফা দাবী হবিগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের কর্মসূচি পালিত মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া যুবকের মৃত্যু গাজী আফজলের মৃত্যুতে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব এর শোক প্রকাশ নবীগঞ্জে মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ইয়াওর মিয়ার সহধর্মীনী সাবিরা খাতুনের ইন্তেকাল শহরতলীর আলম বাজারে স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

বাহুবলে কেয়া চৌধুরী এমপির প্রচেষ্টায় প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ৪০৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের শ্রমজীবী শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনার লক্ষ্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তার প্রচেষ্টায় প্রাথমিক বিদ্যালয়বিহীন উপজেলা সদর সংলগ্ন ঐতিহ্যবাহী সাতকাপন গ্রামে ‘আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কল্যাণ ট্রাস্টের অধীন পরিচালিত হবে। নতুন বছর থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিদ্যালয়টি। এ লক্ষ্যে অবকাঠামো নির্মাণ সম্পন্ন হওয়ার পর গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সাবেক মেম্বার জবরু মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শামিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ চন্দ্র চন্দ, যুব উন্নয়ন অফিসার আলহাজ হোসেন শাহ, আলিফ-সোবহান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাতকাপন ইউপি চেয়ারম্যান শাহ আবদাল মিয়া, ডিএনআই মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ইসহাক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহফিল মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দাল মিয়া তালুকদার, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, আজিজুজুর রহমান টেনু, বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ খলিলুর রহমান, ইউপি মেম্বার আতাউর রহমান, খোকুমনি দেবনাথ, জাহিদ মিয়া, সাংবাদিক ইসমাইল মাহমুদ ফিরোজ, দরছ মিয়া, দেলোয়ার হোসেন ও ফেরদৌস আহম্মেদ হৃদয় প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব সংগঠিত হয়েছে। দেশের শ্রমজীবী শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন শিশু কল্যাণ ট্রাস্ট দেশে ১৪৭টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। আমার অনুরোধ বাহুবলের সাতকাপন গ্রামে ‘আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ পরিচালনার দায়িত্ব নিয়েছে শিশু কল্যাণ ট্রাস্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com